reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জুলাই, ২০২১

করোনায় মৃত্যু আরও কমেছে রামেক হাসপাতালে

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর হার গত দুই দিন যাবৎ কমছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও শুক্রবার তা আরও কমেছে।

শুক্রবার সকালে সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্যে হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান, আর ২৯ জুলাই সেই সংখ্যা ছিল ১৭ জনে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৩ জনের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর বাকি একজন ছিলেন করোনা নেগেটিভ। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।

মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন এবং নওগাঁর তিনজন রোগী ছিলেন। এ নিয়ে চলতি মাসের ৩০ দিনে ৫১২ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

তিনি আরও জানান, হাসপাতালটিতে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪২৫ জন।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,রামেক হাসপাতাল,শামীম ইয়াজদানী,মৃত্যু ও শনাক্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close