টাঙ্গাইল প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০২০

টাঙ্গাইলে করোনা আক্রান্ত ৭৯৩, মৃত্যু ১৭

টাঙ্গাইলে নতুন করে দুই চিকিৎসক ও দুই পুলিশ সদস্যসহ ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগী ৭৯৩ জন।

আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলায় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের দুই পুলিশ সদস্যসহ ১০ জন, টাঙ্গাইল সদরে দুই চিকিৎসকসহ ১১ জন, সখীপুরে একজন ও মধুপুরে দুইজন রয়েছেন।

জেলায় সুস্থ রোগী ৩৮৭ জন। মারা গেছেন ১৭ জন। নমুনা সংগ্রহের রিপোর্ট পেন্ডিং রয়েছে ১৫৯টি। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন ৩৭১ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৮ জন ভর্তি হন। ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে টাঙ্গাইল সদরের দুজন ও মির্জাপুরের চারজন রয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টাঙ্গাইল,করোনা আক্রান্ত,নমুনা পরীক্ষা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close