তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২০

শিক্ষককে বাঁচাতে মধ্যরাতে সস্ত্রীক রক্ত দিলেন এমপি আজিজ

সিরাজগঞ্জের তাড়াশের একজন শিক্ষকের জীবন বাঁচাতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আবদুল আজিজ সস্ত্রীক রক্ত দিয়েছেন।

রোববার বিকালে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল (বারডেম)-এর ৩য় তলার ১০ নাম্বার বেডে অসুস্থ তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম হার্টের ৭টি ব্লক নিয়ে ওপেন হার্ট সার্জারির জন্য ভর্তি হন।

এ সময় তার ৬ ব্যাগ (AB+) গ্রুপের রক্তের জন্য তার ফেসবুকে স্ট্যাটাস দেন। রোববার রাত ১১টার দিকে তার আবেগঘন স্ট্যাটাস এমপি আবদুল আজিজের নজরে আসে। এরপরে তিনি গুলশানের বাসা থেকে স্ত্রী ডা. হাফিজা সুলতানাকে ঘুম থেকে ডেকে তোলেন। সে সময়ে গাড়িচালক ঘুমিয়ে পড়ায় তাকে না ডেকে নিজেই গাড়ি চালিয়ে রওনা হন বারডেম হাসপাতালে। সেখানে অসুস্থ শিক্ষক সালামকে দেখে তার চিকিৎসার খোঁজ নেন।

পরে স্ত্রীসহ এমপি আজিজ তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে অবশিষ্ট পরিক্ষা-নিরিক্ষার পরে তিনি ও তার স্ত্রী দুই ব্যাগ রক্ত দেন। পরে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে শিক্ষকের চিকিৎসার ব্যাপারে আলোচনা শেষে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় ওই শিক্ষক এমপি ও তার স্ত্রীর মানবিকতায় কেঁদে ফেলেন। তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এমপি আজিজ,রক্ত দান,তাড়াশ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close