নওগাঁ প্রতিনিধি

  ০৩ এপ্রিল, ২০২০

করোনা সন্দেহ : নওগাঁর আত্রাইয়ে ৩ বাড়ি লকডাউন

নওগাঁর আত্রাইয়ে ঢাকা থেকে আসা তিন ব্যক্তির করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিশা ইউনিয়নের খাসখামার গ্রামে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি এই ব্যবস্থা নেন।

এ বিষয়ে ছানাউল ইসলাম বলেন, গত সপ্তাহে ওই তিন ব্যক্তি ঢাকা থেকে বাড়ি আসার পর থেকেই জ্বর-কাশি ও গলাব্যথায় অসুস্থ হয়ে পড়ে। তাদের শরীরে করোনার লক্ষণ থাকায় তাৎক্ষণিক বাড়িগুলো লকডাউন করা হয়। ওইসব বাড়ির আশপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওয়ার্ড কমিটিকে সার্বক্ষণিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নিত্য প্রয়োজনীয় বিষয়ে আমাকে অবগত করতে বলেছি যাতে কোনো বিষয়ে তাদের সমস্যা না হয়।

রোকসানা হ্যাপি জানান, পরীক্ষার জন্য অসুস্থ ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লকডাউন,করোনা,নওগাঁ,আত্রাই
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close