গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২০

হাঁড়কাঁপানো শীতে কম্বল পেয়ে খুশি হরিজনরা

মাঘের হাঁড়কাঁপানো শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছিলো ময়মনসিংহের গৌরীপুরের হরিজন সম্প্রদায়ের দুস্থরা। কিন্তু অর্থের অভাবে তাদের শীতবস্ত্র কিংবা কম্বল কেনার সামর্থ্য ছিলো না। পুরোনো ছেঁড়া কাপড় ও খড়কুটো জ্বালিয়ে শীত মোকাবিলা করতো তারা।

হরিজন দুস্থদের এই দুর্দশার খবর জানতে পেরে ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার গতকাল বুধবার সন্ধ্যায় পৌরশহরের গোহাটা মহল্লায় হরিজন কলোনিতে শীতের কম্বল নিয়ে হাজির হন।

এরপর প্রত্যেক ঘরে ঘরে একটি করে শীতের কম্বল বিতরণ করেন। শীতের কম্বল পেয়ে দুস্থ হরিজন নারী-পুরুষের মুখে হাসি ফুটে উঠে। কেউ কেউ গাঁয়ে কম্বল জড়িয়ে একে অপরকে কেমন লাগছিলো জিজ্ঞাসা করছিলেন।

হরিজন কলোনির বাসিন্দা সঞ্জিত বাঁশফোর বলেন, এবার অনেক শীত পড়লেও কেউ আমাদের কম্বল দেয়নি। বাসার ভাই প্রথম আমাদের জন্য শীতের নতুন কম্বল নিয়ে এসেছেন। কম্বল পেয়ে আমরা অনেক খুশি।

জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার বলেন এই শীতে ব্যল্তিগত ও জেলা পরিষদের অর্থায়নে ৮০০ কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। প্রকৃত দুস্থরা যেন কম্বলটা হাতে পায় তাই আমি নিজেই ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কম্বল,হরিজন সম্প্রদায়,গৌরীপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close