reporterঅনলাইন ডেস্ক
  ১০ সেপ্টেম্বর, ২০১৯

টেকনাফে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে ফকিরামুড়া ও উরুমের ছড়া এলাকায় পাহাড় ধসে তিনটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় মাটি চাপা পড়ে দুই শিশু মারা গেছে। এ ঘটনায় কয়েকটি পরিবারের আরো ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত দুই শিশু হচ্ছে—ফকিরামুড়া এলাকায় রবিউল আলমের ছেলে মেহেদী হাসান (১১) ও উরুমের ছড়া এলাকায় মোহাম্মদ আলমের সন্তান আলীশা (৫)।

আহতদের মধ্যে রয়েছেন—রবিউলের স্ত্রী এলাম বাহার (৩৬), তার অন্য তিন সন্তান নাসিমা (১৪), জামান (১০) সাইফুল (৭) । এ ছাড়া আহত হয়েছেন—রহিমা খাতুন (২৫), শারমিন আকতার (১৪), ফজলুল আলম (২৯), ইসমত আরা (১৮), কলিমা আকতার (১৭)। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খান এ আলম বলেছেন, হালিমা ও তার মেয়ে ইসমত আরার অবস্থা আশঙ্কাজনক। তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টেকনাফ,পাহাড় ধসে মৃত্যু,শিশুর মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close