সাতক্ষীরা প্রতিনিধি

  ২৩ অক্টোবর, ২০১৮

‘পূর্নাঙ্গ উপজেলা ব্যবস্থা বাস্তবায়নে লাঙলকে বিজয়ী করুন’

সাতক্ষীরার তালা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলা দিবস পালিত হয়েছে। তালা সদর ডাকবাংলো চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

তালা সদর ইউনিয়ন জাপা সভাপতি গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও তালা উপজেলা সভাপতি এস এম নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘পূর্নাঙ্গ উপজেলা ব্যবস্থা বাস্তবায়ন করতে লাঙল প্রতীককে বিজয়ী করুন।’ এ সময় তিনি তালা-কলারোয়া আসনের জাপা প্রার্থী সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্তকে বিজয়ী করার আহ্বান জানান।

তালা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হাসান ও শেখ হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির তালা উপজেলার সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, জাপা নেতা অ্যাড. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, আবুল বাশার, জাপা নেতা শিক্ষক আজিজুর রহমান, আজাদ মাহমুদ, মাগুরা ইউনিয়ন জাপা সভাপতি শেখ আব্দুল কাদের, সম্পাদক আব্দুল মজিদ গোলদার, খেশরা ইউনিয়ন সভাপতি সিদ্দিকুর রহমান, সম্পাদক আজিজুর রহমান, ইসলামকাটী ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, সম্পাদক শিক্ষক শেখ আব্দুস সাত্তার, সরুলিয়া ইউনিয়ন সম্পাদক আব্দুস সালাম খান, জালালপুর ইউনিয়ন সভাপতি হাসেম আলী গাজী, সম্পাদক মোকবুল হোসেন, উপজেলা যুগ্ম- সম্পাদক এস এম আমিরুল ইসলাম আলম, জাপা নেতা সাবেক চেয়ারম্যান সামছুর রহমান, তালা ইউনিয়ন জাপার সম্পাদক শেখ আবুল হাসান, জাতীয় যুব সংহতি তালা উপজেলার সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান, যুব সংহতি নেতা কাজী আসাদ, লিটন গোলদার, লুৎফর রহমান, সেলিম সরদার, জাতীয় ছাত্র সমাজের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম আকরামুল ইসলাম, সহ সভাপতি বি এম জুলফিক্কার রায়হান, তালা উপজেলা সাধারণ সম্পাদক ইউনুস আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু, ধানদিয়া ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি হাসান হাবিব, তালা ইউনিয়ন সভাপতি সাগর মোড়ল, সাংগঠনিক সম্পাদক যুধিষ্ট্রি চক্রবর্তী, জালালপুর ইউনিয়ন সভাপতি প্রতাপ চট্টপাধ্যায়, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির তালা ইউনিয়ন সভাপতি বি এম বাবলুর রহমান প্রমুখ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উপজেলা,ব্যবস্থা,বাস্তবায়ন,লাঙলকে,বিজয়ী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close