কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

শ্রমিকদের ছোড়া পাথরে পুলিশ সদস্য আহত

নিয়মিত বেতন ভাতা প্রদানসহ কাজের সুষ্ঠ পরিবেশের দাবিতে কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেঘাওয়াট পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে বিক্ষোভ ও ভাংচুর করেছে শ্রমিকরা। রোববার বেলা পৌনে তিনটার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বাংলা কেন্টিনে এ ঘটনাটি ঘটে। এ সময় শ্রমিকদের নিক্ষেপ করা পাথরে নাজমুল ইসলাম (২২) নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়। আহত পুলিশ সদস্যকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পানি ও বিদ্যুৎ সার্ভিস চালু এবং বেতন ভাতা বৃদ্ধির দাবিতে রোববার সকাল থেকে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ‘বাংলা কেন্টিনে’ ভাংচুর চালায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে তাপ বিদ্যুতে কর্মরত পুলিশ সদস্য নাজমুল আহত হয়। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আলী আহম্মদ জানায়, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কলাপাড়া,পুলিশ,আহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close