রংপুর ব্যুরো

  ০২ আগস্ট, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন

চলমান নিরাপদ সড়কের দাবিতে রংপুরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ক্লাস না থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ড্রেস ও কাঁধে ব্যাগ নিয়েই মেডিকেল মোড়ে বিক্ষোভ মানববন্ধনে যোগ দেন তারা।

বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে চেক পোষ্ট মোড় থেকে মেডিকেল মোড় পর্যন্ত পুরো সড়ক শিক্ষার্থীরা দখলে নিয়েছে। ফলে রংপুর মহাসড়ক হয়ে দিনাজপুর নীলফামারী পঞ্চগড় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের ট্রাফিক সার্জেন্ট আজিজুর রহমান জানান, মেডিকেল মোড় পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ধৈর্যের সঙ্গে সার্বিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে ভোগান্তিতে পরে দুরপাল্লার যাত্রীবাহী শতশত বাস ও মালবাহী ট্রাক।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিরাপদ সড়ক,রংপুর,বিক্ষোভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist