reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০২৩

আজকের এই দিনে                        

ছবি : সংগৃহীত

১৬ জানুয়ারি। এই দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, তৈরি হয়েছে ইতিহাস। সেই ইতিহাস জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৯২০ : লিগ অব নেশন্সের প্রথম সভা প্যারিসে হয়।

১৯২২ : কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেপ্তার হন।

১৯২৯ : বিবিসির প্রথম পত্রিকা ‘দি লিসেনার’ প্রথম প্রকাশিত হয়।

১৯৪১ : গৃহবন্দী সুভাষচন্দ্র বসু ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে মধ্যরাতে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে বেড়িয়ে পড়েন।

১৯৭২ : বাংলাদেশকে স্বীকৃতি দেয় নেপাল।

১৯৮৬ : ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্সের প্রথম বৈঠক।

২০০২ : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওসামা বিন লাদেন, আল-কায়েদা এবং অবশিষ্ট তালেবান সদস্যদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি এবং সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয়।

জন্ম :

১৮৫৫ : গোবিন্দচন্দ্র দাস, বাঙালি স্বভাব কবি।

১৮৬৮ : খ্যাতিমান আইনজীবী, চিন্তাশীল লেখক এবং পণ্ডিত হীরেন্দ্রনাথ দত্ত।

১৮৮৮ : ড. প্রিয়দারঞ্জন রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ।

১৯০১ : সুকুমার সেন,ভারতীর বাঙালি ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ।

১৯১৯ : মো. মনসুর আলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

মৃত্যু :

১৯১৫ : খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব।

১৯২৪ : রাজাপ্যারীমোহন মুখোপাধ্যায় প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ।

১৯৩৮: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।

১৯৬১ : খান বাহাদুর আবিদুর রেজা চৌধুরী, বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আজকের এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close