প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৫ ডিসেম্বর, ২০২২

আজকের এই দিনে  

ছবি: সংগৃহীত

আজ ৬ ডিসেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এ সব জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ স্বৈরাচার পতন দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

৭৩১ : সমরখন্দের তৃতীয় যুদ্ধ শুরু হয়।

১৪৯২ : প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস নতুন পৃথিবীর হিসপানিওলা (ডমিনিকান রিপাবলিক ও হাইতি) দ্বীপ আবিষ্কার করেন।

১৭৬৮ : বিশ্বকোষ এনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা প্রথম প্রকাশিত হয়।

১৮৫৭ : কানপুরের যুদ্ধে কলিন ক্যাম্পবেল বাহিনীর কাছে সিপাহি বিদ্রোহীদের পরাজয়।

১৮৬৫ : যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী দাসত্ব প্রথা নিষিদ্ধ হয়।

১৮৭৭ : পৃথিবী বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশ হয়।

১৮৭৭ : বিজ্ঞানী টমাস আলভা এডিসন ফনোগ্রাফের মাধ্যমে প্রথম শব্দ রের্কড করেন।

১৮৯৭ : লন্ডন বিশ্বের প্রথম শহর হিসাবে টেক্সিক্যাবের অনুমোদন দেয়।

১৯৫৮ : বিশ্বের সর্ববৃহৎ ও অন্যতম একটি গুরুত্বপূর্ণ টানেল তৈরির কাজ শুরু হয়।

১৯৭১ : দেশের প্রথম স্বাধীন জেলা হিসেবে যশোর পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল।

১৯৭১ : ভারত এবং ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয়।

১৯৯০ : বাংলাদেশে স্বৈরশাসক, জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ এর পতন ঘটে।

১৯৯২ : কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী ‘স্বেচ্ছাসেবক’ ভারতের উত্তর প্রদেশের বাবরি মসজিদ ভেঙ্গে দেয়। এই নিয়ে দাঙ্গায় প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয়।

জন্ম

০৮৪৬ : হাসান আল-আসকারি, সৌদি আরবের ইমাম।

১৭৩২ : ওয়ারেন হেস্টিংস, ভারতের প্রথম গভর্নর জেনারেল।

১৮২৩ : ম্যাক্স মুলার, ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক।

১৮৫৩ : হরপ্রসাদ শাস্ত্রী, বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা।

১৯৫৬ : তারেক মাসুদ, বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার।

মৃত্যু :

০৬৭২ : মুহাম্মদ আল-নফস আল-যাকিয়া, আরব বিদ্রোহী নেতা।

১৯২২ : মরমী সাধক হাসন রাজা।

২০১৬ : জয়ললিতা, সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়্গম পার্টির নেত্রী, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী।

২০২০: মনু মুখোপাধ্যায়, ভারতের বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিখ্যাত অভিনেতা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উইকিপিডিয়া,সমরখন্দ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close