reporterঅনলাইন ডেস্ক
  ০২ ডিসেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

৩ ডিসেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনে’। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস

১৭৯০ : লর্ড কর্নওয়ালিস ফৌজদারি বিচারের দায়িত্ব নিজের হাতে নিয়ে নেন।

১৯৫৫ : বাংলা একাডেমি প্রতিষ্ঠা।

১৯৬৭ : দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথম মানবদেহে হৃৎপি- প্রতিস্থাপন করেন।

১৯৭১ : মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান ভারত আক্রমণ করে। ভারতে দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি করা হয়।

১৯৮৩ : বাংলা ভাষায় প্রথম ‘ছোটদের অভিধান’ প্রকাশ করে বাংলা একাডেমি।

১৯৮৪ : ভারতের ভুপালে মার্কিন কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্তত আড়াই হাজার মানুষ প্রাণ হারায়।

১৯৯৯ : বাংলাদেশে প্রথম নারী গ্রন্থমেলা ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে হয়।

জন্ম

১৮৮২ : খ্যাতনামা চিত্রশিল্পী নন্দলাল বসু।

১৮৮৪ : ভারতের বিখ্যাত দার্শনিক ও প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ।

১৮৮৯ : ক্ষুদিরাম বসু, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকের সর্বকনিষ্ঠ ও প্রভাবশালী এক বিপ্লবী।

১৯২২ : শ্যামল গুপ্ত, বিংশ শতকের শেষার্ধের আধুনিক বাংলা রোমান্টিক গানের কিংবদন্তি গীতিকার সুরকার ও সংগীত শিল্পী।

১৯৩৫: নিতুন কু-ু, বাংলাদেশি চিত্রশিল্পী ও উদ্যোক্তা।

১৯৩৬ : আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষাবিদ, কবি ও লেখক।

মৃত্যু

১৮৬৮ : হরচন্দ্র ঘোষ, উনিশ শতকের বাঙালি বিচারক ও সমাজ সংস্কারক।

১৯৩৮ : ব্রজেন্দ্রনাথ শীল,বাঙালি দার্শনিক ও বহুবিদ্যাবিশারদ প-িত।

১৯৫৬ : মানিক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক।

১৯৫৬ : সৈয়দ এমদাদ আলী, পূর্বপাকিস্তানের বাঙালি লেখক।

১৯৮২ : কবি ও প্রাবন্ধিক বিষ্ণু দে।

১৯৯৯ : রোকনুজ্জামান খান বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিকে ও সাংবাদিক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close