reporterঅনলাইন ডেস্ক
  ৩০ অক্টোবর, ২০২২

ইতিহাসের এই দিনে           

ফাইল ছবি

৩১ অক্টোবর। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন দিগন্ত। এসব বিষয় মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৯৩৬ : প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশ।

১৯৬৬ : বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।

১৯৮৪ : নিজের দেহরক্ষীর গুলিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হন।

১৯৮ : চার বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুকের চাঞ্চল্য সৃষ্টি।

১৯৯৪ : চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেইজিং-সিউল চুক্তি সই।

জন্ম :

১৭৯৫ : ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবি জন কিটস।

১৯৩১ : বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা জপমালা ঘোষ।

মৃত্যু :

১৯৬০ : মার্কিন ঔপন্যাসিক ও কবি এইচ এল ডেভিস।

১৯৭৫ : বাঙালি সংগীত পরিচালক, সুরকার, লোকজ সংগীত শিল্পী শচীন দেব বর্মন।

১৯৮৬ : নোবেলজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ রবার্ট সেন্ডারসন মুল্লিকেন।

১৯৮৭ : বাঙালি গণিতবিদ ও পরিসংখ্যানবিদ রাজচন্দ্র বসু।

২০০২ : বাঙালি কল্পবিজ্ঞান লেখক সিদ্ধার্থ ঘোষ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close