reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে

ফাইল ছবি

১৭ সেপ্টেম্বর। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। এক নজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ইতিহাস :

১৬৩০ : আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠা।

১৭৮৭ : ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়।

১৮৪৮ : সাপ্তাহিক সংবাদপত্র ‘অরুণোদয়’ প্রকাশ।

১৮৭১ : সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন।

১৯০৩ : যুক্তরাষ্ট্রের অরভিল রাইট ও উইলবার রাইটের উড়োজাহাজ উড্ডয়ন।

১৯৪৪ : এস্তোনিয়ার স্বাধীনতা লাভ।

১৯৭৪ : বাংলাদেশ, গ্র্যানাডা এবং গিনি বিসাউ জাতিসংঘে যোগদান করে।

২০০৫ : বড়পুকুরিয়া কয়লা খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু।

জন্ম :

১৮২৬ : জার্মান গণিতবিদ বের্নহার্ট রিমান।

১৯১৫ : চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন।

১৯২৫ : ইংরেজ-মার্কিন ভাষাবিজ্ঞানী পিটার ল্যাডিফোগিড।

১৯৩৪ : কবি বিনয় মজুমদার।

১৯৫০ : নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী।

মৃত্যু :

১৬৬৫ : স্পেনের রাজা চতুর্থ ফিলিপ।

১৯৪৮ : জার্মানির খ্যাতনামা জীবনীকার এমিল লুধউইক।

১৯৪৮ : ফিলিস্তিন সংকট বিষয়ক জাতিসংঘের মধ্যস্থতাকারী কেন্ট বার্নাডোট।

১৯৬৪ : সাহিত্যিক নরেশচন্দ্র সেনগুপ্ত।

১৮৭৭ : ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা উইলিয়াম টলবোট।

১৯৮০ : মার্কিন লেখিকা ক্যাথরিন পোর্টার।

দিবস : ঐতিহাসিক শিক্ষা দিবস, বিশ্ব সাইক্লিং দিবস।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতিহাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close