reporterঅনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর, ২০১৮

আবর্জনা দিয়ে শিশুদের নারকেলি স্কুল!

কম্বোডিয়ার রাজধানী নমপেনের আবর্জনা থেকে বাচ্চাদের জন্য একটি স্কুল তৈরি করা হয়েছে। উক ভ্যান্ড নামে এক ব্যক্তি শুধু আবর্জনা দিয়ে একটি স্কুল তৈরি করার পরিকল্পনা করে স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। স্কুলটি দেখেতে খুবই দৃষ্টিনন্দন।

ভ্যান্ডে স্কুল থেকে কোনো আয় করেন না৷ বরং স্কুল চালানোর জন্য তাকে বন্ধুবান্ধব, কলেজের ছাত্রছাত্রী ও আরো অনেকের দানের উপর নির্ভর করতে হয়৷ নমপেনের কিছু কিছু ক্যাফে তাদের ব্যবহৃত প্লাস্টিকের কাপ-চামচ ভ্যান্ডেকে দেয়, যা থেকে কোকোনাট স্কুলের ছাদের একাংশ তৈরি হয়েছে৷

বোতলের প্লাস্টিকে জাতীয় পতাকা : নমপেনের উপকণ্ঠে কো ডাচ দ্বীপের ‘কোকোনাট স্কুল’-এ প্লাস্টিকের বোতলগুলোকে সুন্দর করে কেটে, কাটা প্লাস্টিকের টুকরোগুলোকে নানা রঙে স্প্রে-পেইন্ট করে, পরে আবার জোড়া দিয়ে কাম্বোডিয়ার জাতীয় পতাকার একটি মুরাল বা দেয়ালচিত্র তৈরি করা হয়েছে৷ স্কুলের নামে কিন্তু কোনো প্লাস্টিক নেই: নাম রাখা হয়েছে ‘নারকেলি স্কুল’৷

কাচ বসানো দেয়াল : ঠিক কাচ নয়, খালি বিয়ারের বোতল৷ বোতলের ক্যাপগুলো দিয়ে মেঝেতে ফুলের নকশা করা হয়েছে৷

ঝোলানো বাগান : ফুলগাছ যে শুধু টবে লাগানো চলে, এমন তো নয়; পুরনো ফেলে দেওয়া গাড়ির টায়ারেও লতাপাতা গজাতে পারে – টায়ারটা শুধু রং করে নিলেই হলো৷

হাতের কাজ : স্কুলটির প্রতিষ্ঠাতা বলেন, ছাত্রছাত্রীরা আবর্জনা রিসাইক্লিং ও সেই পুনর্ব্যবহারযোগ্য মালমশলা দিয়ে হাতের কাজ করার প্রশিক্ষণ পায়, কাজেই এসব প্রকল্প তাদের নিজেদের সৃষ্টি৷ ছোট ছোট ছেলেমেয়েরা এভাবে আবর্জনা কমিয়ে পরিবেশ বাঁচাতে শেখে – এছাড়া তাদের শিল্পবোধ ও সৃজনীশক্তির উন্মেষ হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবর্জনা,শিশুদের স্কুল,কম্বোডিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close