reporterঅনলাইন ডেস্ক
  ০৪ এপ্রিল, ২০২৪

টেকসই অর্থায়ন বিষয়ে ইস্টার্ন ব্যাংকের প্রশিক্ষণ সেশন

টেকসই অর্থায়ন বিষয়ে জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) গত রবিবার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজস্ব এমপ্লয়িদের জন্য একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন করেছে। ‘নেভিগেটিং সাস্টেইনেবল ফাইন্যান্স : রিপোর্টিং, ইএসআরএম গাইডলাইন অ্যান্ড গ্রিন ফাইন্যান্স’ শীর্ষক সেশনটিতে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, যুগ্ম পরিচালক সাখাওয়াত হোসেন, আহমেদ জুবায়ের মাহবুব এবং মো. আবু রায়হান। বক্তারা টেকসই অর্থায়নের বিভিন্ন দিক যেমন, টেকসই বিষয়ে প্রতিবেদন, পরিবেশগত ও সামাজিকবিষয়ক ঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশিকা এবং সবুজ পুনঃঅর্থায়ন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close