reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ

ট্রেড বেইজড বা বাণিজ্যভিত্তিক অর্থ পাচার প্রতিরোধে ব্যাংকারদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারস অব বাংলাদেশ (এএসিওবিবি)। ট্রেনিং সেশনটি পৃষ্ঠপোষকতা করে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স অব বাংলাদেশ লিমিটেড (এবিবি)।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস।

সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এবং এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন, এএসিওবিবির চেয়ারম্যান জিয়া হাসান মোল্লা এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close