নিজস্ব প্রতিবেদক

  ২১ আগস্ট, ২০১৮

চার দেশ থেকে রফতানি আয় ৮১ শতাংশ

২০১৭-১৮ অর্থবছরে মাত্র চার দেশে রফতানি থেকে আয় হয়েছে ৮১ শতাংশ। বাজারগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপান। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশের রফতানি পণ্যের প্রধান প্রধান বাজার বিশ্লেষণে দেখা গেছে, আলোচ্য অর্থবছরে ইইউ থেকে আয় হয়েছে ২১৩৩৪.৫১ মিলিয়ন মার্কিন ডলার। যা মোট রফতানি আয়ের ৫৮.১৮ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আয় হয়েছে ৫৯৮৩.৩১ মিলিয়ন মার্কিন ডলার, মোট রফতানি আয়ের ১৬.৩২ শতাংশ। কানাডা থেকে আয় হয়েছে ১১১৮.৭২ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রফতানি আয়ের ৩.০৫ শতাংশ এবং জাপান থেকে আয় হয়েছে ১১৩১.৯০ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রফতানি আয়ের ৩.০৯ শতাংশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close