নিজস্ব প্রতিবেদক

  ০৪ জুন, ২০১৮

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনকে কর অব্যাহতি

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন একটি স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন নামের একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে শর্তসাপেক্ষে পাঁচ বছরের জন্য আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। যা ২১ মে থেকে কার্যকর ধরা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার স্বাক্ষর করা আদেশে বলা হয়েছে, আয়কর আইন ১৯৮৪ এর ৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার শর্তসাপেক্ষে পাঁচ বছরের জন্য ‘অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন’ এর অনুকূলে প্রদত্ত দান ও অনুদান হিসেবে প্রাপ্ত আয়কে আরোপনীয় আয়কর প্রদান হতে অব্যাহতি প্রদান করা হলো। তবে শর্ত থাকে যে, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনকে আয়কর আইনের অধীন নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন একটি স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। ১৯৯৮ সালে ২৪ এপ্রিল এর যাত্রা শুরু হয়। সংগঠনটির প্রত্যক্ষ অংশগ্রহণে ২০১৩ সালের ২৩ মার্চে বিক্রমপুর বিহার নামের একটি বিহার আবিষ্কার হয়। যা মহারাজ ধর্মপালের শাসনামলে (অনুমানিক ৮২০ খ্রিস্টাব্দ নাগাদ) নির্মিত ৩০টি উল্লেখযোগ্য বিহারের মধ্যে অন্যতম। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ দীর্ঘ ৪ বছরব্যাপী এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পর যৌথভাবে নিদর্শনটি আবিষ্কারের ঘোষণা দেয়। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এই প্রত্নতাত্ত্বিক খননের জন্য অর্থের জোগান দেয়। বিক্রমপুর অঞ্চলের প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা অধিদফতরের মহাপরিচালক ১০০০ বছর পুরনো এই বৌদ্ধ বিহারটি আবিষ্কারের ঘোষণা দেন। মার্চ ২০১৩ পর্যন্ত এখান থেকে প্রায় ১০০ এরও বেশি মূল্যবান মূর্তি ও ভাস্কর্য সংরক্ষণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist