নিজস্ব প্রতিবেদক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

‘বীমা খাতের স্বচ্ছতার তাগিদ’

দেশের বীমা খাতের স্বচ্ছতা আনার তাগিদ দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেছেন, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বীমা খাতের অনেক অবদান রাখার সুযোগ রয়েছে। তাই নিয়মনীতিতে স্বচ্ছতা আনতে হবে। যাতে মানুষ এ খাতে আকৃষ্ট হয়। কোনো ব্যক্তি যখন বীমা খুলবে তখন শর্তগুলো স্পষ্ট করে গ্রাহককে জানাতে হবে। তাহলে কিছুটা স্বচ্ছতা ফিরবে।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যবীমা প্রণয়ন’ বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে, আইডিআরএর প্রতিনিধি খলিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, একটি বীমা কোম্পানিতে গাড়ির বীমা করেছিলাম। নিয়মিত প্রিমিয়ামও দিলাম। কিন্তু যখন গাড়ি ক্ষতিগ্রস্ত হলো তখন ক্ষতিপূরণ দেওয়ার সময় শুরু হলো নানা টালবাহানা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist