তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০২ ডিসেম্বর, ২০২৪

অনলাইনের বিজ্ঞাপন বন্ধের উপায়

আপনার ইন্টারনেট ব্যবহারের ধরনের ওপর প্রতিটি ওয়েবসাইট ও অনলাইন মাধ্যমে আপনাকে দেখানো হয় বিভিন্ন পণ্যের বা ক্যাটাগরির বিজ্ঞাপন। তবে এসব বিজ্ঞাপনের আধিক্যে কমবেশি সবাই বিরক্ত। বিশেষ করে ফোনে নেট ব্যবহার করতে গেলে এগুলো সবচেয়ে বেশি করে আসে। ওপরে নিচে পাশে বিভিন্ন দিকে বিজ্ঞাপনে ছেয়ে থাকে নেটের পাতা। এসব বিজ্ঞাপন কখনো কখনো অন্যের সামনে বিব্রতকর পরিস্থিতিতেও ফেলে দেয়।

ওয়েবসাইটে সবচেয়ে বেশি দেখা যায় লেখা ও অন্যান্য কনটেন্টের মধ্যে বসানো বিজ্ঞাপন। তার সঙ্গে আছে ওয়েবসাইটে প্রবেশ করা মাত্র পুরো স্ক্রিন জোড়া ওভারলে অ্যাড এবং পাতার ওপরে ও নিচে থাকা ব্যানার অ্যাড। বেশকিছু ওয়েবসাইটের মালিকরা ব্যানার অ্যাডের মধ্যে নিজ থেকেই প্লে হবে এমন ভিডিও অ্যাডও বসিয়ে থাকে। এর সঙ্গে আছে ওয়েবসাইটের যেকোনো জায়গায় প্রথমবার ক্লিক করলে ব্রাউজারে নতুন ট্যাবে বিজ্ঞাপনের সাইট খোলা, বা স্ক্রল করার মধ্যে আবারও ওভারলে অ্যাড বসানো। বেশিরভাগ ক্ষেত্রে বিজ্ঞাপনের বাড়াবাড়ি দেখা যায় ভিডিও বা গান ডাউনলোড করার ওয়েবসাইটগুলোয়। প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞাপনগুলোর উৎস বিভিন্ন অ্যাড এজেন্সি, যার মধ্যে গুগল অ্যাডসেন্স অন্যতম। ব্রাউজার থেকে স্মার্টফোন অ্যাপ, প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞাপন কীভাবে বন্ধ করা যায় সেটার পথ খুঁজছেন কী?

নিজের স্মার্টফোনেও অ্যাডব্লক : প্রচুর অ্যানড্রয়েড ও আইওএস অ্যাপে রয়েছে বিরক্তিকর পরিমাণ বিজ্ঞাপন। সেগুলো বন্ধ করার সবচেয়ে কার্যকর উপায় হলো ফোনে অ্যাডব্লক ডিএনএস ব্যবহার করা।

ইন্টারনেটে কোন সার্ভারে কী আছে সেটা জানানোর জন্য ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) সার্ভার ব্যবহৃত হয়। স্মার্টফোন, পিসি বা রাউটার- সব কটি ডিভাইসই ডিএনএস সার্ভারের মাধ্যমে ইন্টারনেটের ওয়েবসাইট ও সেবাদানকারী সার্ভারের খোঁজ বের করে থাকে।

স্মার্টফোনকে যদি বিজ্ঞাপন ফিল্টারসহ ডিএনএস ব্যবহার করতে বলা হয়, তাহলে বিজ্ঞাপন আর লোড হবে না কোনো অ্যাপেই। সেটা ব্রাউজারই হোক বা অন্য কোনো কিছু। অ্যানড্রয়েডে কাজটি একেবারে সহজ।

ব্রাউজার থেকে বিজ্ঞাপন সরানো : আজকাল বেশিরভাগ ব্যবহারকারীই জানে, গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্সে অ্যাডব্লক বা অ্যাড-অ্যাওয়ের মতো এক্সটেনশন ইনস্টল করেই প্রায় সব বিজ্ঞাপন বন্ধ করা যায়। কিছু ব্রাউজার, যেমন অপেরা জিএক্স বা ভিভালডি ব্রাউজারে অ্যাডব্লকার ইনস্টল করাই থাকে। তবে গুগল বলছে, আগামী দিনে ক্রোম ব্রাউজারে আর তারা অ্যাডব্লকার ইনস্টল করতে দেবে না। সেক্ষেত্রে অপেরা, ভিভালডি, ক্রোমিয়াম বা ফায়ারফক্স ব্যবহার করা যেতে পারে। অ্যাড বন্ধ করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এক্সটেনশন বলা যায় ইউব্লক অরিজিন। অ্যাডব্লক বা অ্যাড-অ্যাওয়ের মূল সোর্সকোড পুরোপুরি উন্মুক্ত নয়। তাই সেসব সেবা নিজেই ব্যবহারকারীদের ডাটা চুরি করছে কি না সেটা ধরা কঠিন।

ইউব্লক অরিজিন ব্যবহার সম্পূর্ণ ফ্রি এবং এর সোর্সকোড পুরোপুরি উন্মুক্ত, তাই ডাটা চুরি হচ্ছে কি না তা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। ফায়ারফক্স, অপেরা বা ভিভালডির এক্সটেনশন স্টোর থেকেই সেটি ইনস্টল করে নেওয়া যাবে। ওয়েবসাইট থেকে বিজ্ঞাপনের পাশাপাশি অন্যান্য ট্র্যাকারও সরিয়ে থাকে ইউব্লক অরিজিন। তবে ভিডিও, যেমন ইউটিউব থেকে বিজ্ঞাপন সরানোর সেবাটি ইউব্লক অরিজিন বাদ দিয়েছে। সে ক্ষেত্রে অ্যাডগার্ড ব্যবহার করা যেতে পারে, যদিও ইউটিউবের বিজ্ঞাপন বন্ধ করতে তাদের প্রিমিয়াম সেবা কিনতে হবে।

রাউটার থেকেই বিজ্ঞাপন বন্ধ করা : কিছুটা প্রযুক্তিজ্ঞান থাকলে সরাসরি রাউটারেই বিজ্ঞাপনরোধী ডিএনএস বসানো সম্ভব। এতে ওয়াই-ফাই নেটওয়ার্কে থাকা প্রতিটি ডিভাইসেই বিজ্ঞাপন বন্ধ করা যাবে। সে ক্ষেত্রে ওয়াই-ফাই রাউটারের সেটিংস থেকে ডিএইচসিপি অপশনটি বের করে সেখানে ডিএনএস হিসেবে অ্যাডব্লকার ডিএনএস, যেমন-১৭৬.৯.৯৩.১৯৮ বা ১৭৬.৯.১.১১৭ বসিয়ে দিলেই চলবে। এর পর থেকে যেসব ডিভাইস রাউটারটিতে সংযুক্ত থাকবে সেসব ডিভাইসে আর বিজ্ঞাপন দেখা যাবে না।

পিসি থেকে ব্লক : অ্যাডগার্ড অ্যাপ ইনস্টল করে পুরো পিসিতেই বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব। বাড়তি পাওনা, ইউটিউব ও অন্যান্য ভিডিও সেবায়ও আর বিজ্ঞাপন দেখা যাবে না। তবে অ্যাডগার্ড ব্যবহার করতে তাদের প্রিমিয়াম সেবা কিনতে হবে। একইভাবে অ্যাডলক বা সার্ফশার্ক ক্লিনওয়েব ব্যবহার করেও বিজ্ঞাপন থেকে পাওয়া যাবে রেহাই। এসব সেবা সরাসরি পিসির ইন্টারনেট সংযোগ থেকেই বিজ্ঞাপন ফিল্টার করে থাকে, তাই ব্রাউজারে বা অন্যান্য অ্যাপে বিজ্ঞাপন ঠেকানোর তরিকার প্রয়োজন থাকে না।

সমাধানে আছে সমস্যাও : অনেক সময় অ্যাডব্লক প্রয়োজনীয় ওয়েবসাইটকেও অ্যাড হিসেবে ব্লক করতে পারে। তখন অ্যাডব্লকে সেটি হোয়াইট লিস্ট করে নিতে হবে। বেশ কিছু ব্যাংকিং ও সরকারি ওয়েবসাইটেও অ্যাডব্লক ব্যবহারের কারণে সমস্যা হতে পারে, এসব ক্ষেত্রে অ্যাডব্লক পুরোপুরি বন্ধ করে নেওয়া উচিত। ইউটিউব সরাসরি অ্যাডব্লক ব্যবহারকে ইউটিউব ব্যবহারের চুক্তি ভঙ্গ হিসেবে ধরে থাকে, সেটাও মাথায় রাখতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close