তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১৪ সেপ্টেম্বর, ২০২১

সবচেয়ে জনপ্রিয় স্মার্টওয়াচ অ্যাপল ওয়াচ সিরিজ ৬

এ বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্ট ঘড়ির বিক্রি বেড়েছে ৪৭ শতাংশ। অর্থাৎ বাজার সম্প্রসারণ হারের বিবেচনায় করোনাপূর্ব অবস্থায় ফিরে যাচ্ছে। এই মেয়াদে প্রতিষ্ঠান হিসেবে স্মার্ট ঘড়ির বাজারের শীর্ষে ছিল অ্যাপল ওয়াচ। আর একক মডেলের কথা বললে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অ্যাপল ওয়াচ সিরিজ ৬।

বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের হিসাব অনুযায়ী, গত এপ্রিল থেকে জুনে বিশ্বব্যাপী ১ কোটি ৮০ লাখ স্মার্ট ঘড়ি বিক্রি হয়েছে। এর ৫২ শতাংশ ছিল অ্যাপলের তৈরি। স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের নির্বাহী পরিচালক নিল মাউস্টনের হিসাব অনুযায়ী অ্যাপল ওয়াচ বিক্রি হয়েছে মোট ৯৫ লাখ। অথচ ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে পরিমাণটা ছিল ৬৫ লাখ। নিল মাউস্টন বলেছেন, বাজারের অর্ধেকটা এখনো অ্যাপলের দখলে, প্রতিযোগীদের কাছেই ঘেঁষতে দেয়নি। পাতলা গড়ন, ছোট্ট পর্দায় সহজে ব্যবহারযোগ্যতা ও সুস্বাস্থ্য রক্ষায় দরকারি সব অ্যাপের জন্য অ্যাপল ওয়াচ সিরিজ ৬ এখন নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় স্মার্ট ঘড়ির মডেল। গত সেপ্টেম্বরে অ্যাপল ওয়াচ সিরিজ ৬ বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। সঙ্গে ছিল রক্তে অক্সিজেনের মাত্রা মাপার সুবিধা। আগামী মাসেই অ্যাপল ওয়াচ সিরিজ ৭ বাজারে আসার কথা আছে। সঙ্গে আইফোন ১৩ থাকবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মোট স্মার্ট ঘড়ি বিক্রির ১০ শতাংশ স্যামসাংয়ের দখলে। তবে মাউস্টন মনে করেন, বছরের বাকি সময়, বিশেষ করে চতুর্থ প্রান্তিকে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির বিক্রি ভালো হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close