সমর্পণ

  ১৭ জানুয়ারি, ২০২০

শারমিন সুলতানা রীনা

অলস দুপুর গড়িয়ে বিকেলের আলোছায়ায়

আকাশ খুব কাছে নেমে আসে,

যেন হাত বাড়ালেই ছোঁয়া যায় নীলিমা।

কারো মোহনীয় মুখ সুতীব্র চিৎকারে

ভেঙে খান খান করে গহিনের নিস্তব্ধতা।

ভাষাহীন চেয়ে থাকি ক্লান্ত অভিমানে।

হাজারো লোকারণ্যে তুমি ছাড়া

কতটা নিঃসঙ্গতা পাড়ি দিই উড়ন্ত চিলের ডানায়।

না বলা যত কথা বয়ে যায়

অচেনা নদীর নির্জন ঢেউয়ে।

অথচ বুঝেও বন্ধই রাখলে হৃদয়ের বেলাভূমি।

কেউ একজন ধীরপায়ে ছায়াহীন দাঁড়িয়ে থাকে

বেদনার প্রবাল দ্বীপে,

মুক্তার মতো রাশি রাশি হাহাকার ধারণ করা ঝিনুক হয়ে।

দীর্ঘ অপেক্ষা শেষে যন্ত্রের মতো

রাত্রির গা বেয়ে ফিরে আসতে গিয়ে টের পাই

নিজের ভেতরের এই আমি অলক্ষ্যে

তোমার নীরবতার কাছেই সমর্পিত।।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close