দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর, ২০১৭

আড়াই বছর পর মায়ের কোলে ফিরল শিশু

আড়াই বছর পর ভারত থেকে মায়ের কোলে ফিরেছে এক শিশু। দুই বছর পাঁচ মাস সে ভারতের সেফহোমে ছিল। ওই শিশুর নাম মাজহারুল ইসলাম। সে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কিরণখালি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। মাজহারুল ইসলাম (১৩) নামের ওই শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে তাকে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ। সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাঝে তাকে ফেরত দেওয়া হয়।

দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এস আই জানান, ২০১৫ সালের ৯ জুলাই সকালে কুষ্টিয়া দৌলতপুর সীমান্ত দিয়ে মাজহারুল ইসলাম অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে। ওইদিন বিকেলে ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। এরপর মাজহারুলকে কৃষ্ণনগর সেফহোমে রাখা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist