মাদারীপুর প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০১৭

ধৃষ্টতা দেখিয়েছেন প্রধান বিচারপতি : মোশাররফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জনগণের মনে আঘাত দিয়ে, উপযাচক হয়ে বিচার ব্যবস্থা চালু রাখা সম্ভব নয়। যে দেশে বিচার ব্যবস্থায় আস্থার সংকট দেখা দেয়, সেই দেশে প্রলয়ঙ্করী ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়।’

গতকাল শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়ক এবং শেখ কামাল সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, তাতে তিনি ব্যাপকভাবে অসাংবিধানিক ও অনৈতিক কথাবার্তার অবতারণা করেছেন। এমনকি রায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও কটাক্ষ করতে তিনি দ্বিধা করেনি, যা এই সভার মাধ্যমে ধিক্কার জানাই।’ তিনি আরো বলেন, ‘যেসব অনাকাক্সিক্ষত বিষয় রায়ে উল্লেখ আছে, আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে তা পুনর্বিবেচনা করার অনুরোধ করছি।’

অনুষ্ঠানে মন্ত্রী মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়ক এবং শেখ কামাল সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, মাদারীপুর এলজিআরডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, শিবচর উপজেলার চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist