নিজস্ব প্রতিবেদক

  ০৯ মার্চ, ২০২৪

‘বঙ্গবন্ধু নারী সহায়ক আইন করেন’

সংসদে সর্বপ্রথম জাতির পিতা নারীদের জন্য ১৫টি আসন সংরক্ষিত করেন। এটাই বাংলাদেশের ইতিহাসে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। নারীর কর্মসংস্থানের জন্যও প্রতিবন্ধকতামূলক আইন তুলে দিয়ে নারী সহায়ক আইনের সংযোজন করেন। গতকাল শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে এক আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান সিরাজ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সহদপ্তর সম্পাদক মো. সাইদুর রহমান রাজার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী। আলোচনায় অংশ নেন ইয়ং সাউথ এশিয়ানের ক্রসপেন্ডেন্ট রাফিয়া চৌধুরী, স্বদেশ বিচিত্রার সিনিয়র রিপোর্টার রিমি সরদার, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী স্বর্ণময় মণ্ডল। উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক মো. নাজিম উদ্দিন রাজু, নারী নেত্রী সীমা চৌধুরী, জোসনা খানম, রীতা খান, ফ্লেরা, শামছুন্নাহার হক লাকীসহ সড়ক পরিবহন শ্রমিক লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা। সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. হাবিবুর রহমান সিরাজ আরো বলেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, এ গভীর উপলব্ধি থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর নারীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়োছিলেন। বঙ্গবন্ধু দেশকে উপহার দেন ৭২-এর অত্যাধুনিক ও অনন্যা সংবিধান- যাতে শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির কথাই বলা হয়নি, অত্যন্ত বলিষ্ঠভাবে এতে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে।

মোহাম্মদ হানিফ খোকন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন-ভাবনার বড় অংশজুড়ে রয়েছে নারীমুক্তি ও নারীর ক্ষমতায়ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনীতির পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে ঘটেছে অবিশ্বাস্য পরিবর্তন। স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে একটি উন্নত-সমৃদ্ধ দেশের পথে রয়েছে বাংলাদেশ। একসময়ের তলাবিহীন ঝুড়ির অপবাদ দূর করে উন্নয়নের মহাসড়কে আমাদের গতি এখন অপ্রতিরোধ্য।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সব নারীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে আজ নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত। তিনি নারীদের সব সেক্টরে সম্মানের সঙ্গে অধিষ্ঠিত করে রেখেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close