নিজস্ব প্রতিবেদক

  ০৫ মার্চ, ২০২৪

বাগদাদ শরিফের মোতাওয়াল্লি ঢাকায় অংশ নিলেন নৈশভোজে

ইরাকের বাগদাদ শরিফের বর্তমান মোতাওয়াল্লি হজরত শেখ খালিদ আবদুল কাদের মনসুর আল জিলানী (রহ.) বর্তমানে বাংলাদেশ সফর করছেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর দরবার শরিফের বর্তমান শাজ্জা দানশীন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা. জি. আ.) আমন্ত্রণে এখানে এসেছেন। গত রবিবার রাতে ঢাকা শেরাটন হোটেলে এক নৈশভোজের আয়োজন করা হয়; সেখানে তিনি অংশ নেন।

ওই নৈশভোজে অংশগ্রহণ করেন সরকারের মন্ত্রী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এবং সাবেক-বর্তমান আমলা, সিনিয়র সাংবাদিক ও বিচারপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবুল মুইদ চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংসদ সদস্য ডা. আবদুল আজিজ, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব, বিশিষ্ট ব্যবসায়ী ও আঞ্জুমানে কাদেরীয়ার ট্রাস্টের চেয়ারম্যান, সম্পাদকসহ অন্য সদস্যরা।

উল্লেখ্য ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর দরবার শরিফের বর্তমান শাজ্জা দানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা. জি. আ.) এবং আঞ্জুমানে কাদেরীয়া বাংলাদেশের বিশেষ আমন্ত্রণে ইরাকের বাগদাদ শরিফের বর্তমান মোতাওয়াল্লি হজরত শেখ খালিদ আবদুুল কাদের মনসুর আল জিলানী (রহ.) পাঁচ দিনের সফরে ১ মার্চ বাংলাদেশে আসেন। সংক্ষিপ্ত সফর শেষে মোতাওয়াল্লিম আজ বিকেলে ঢাকা ছাড়বেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close