নিজস্ব প্রতিবেদক

  ১২ জানুয়ারি, ২০২৪

শেখ হাসিনাকে শি

ঐতিহ্যগত বন্ধুত্বে চীন-বাংলাদেশ প্রতিবেশী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে গতকাল বৃহস্পতিবার অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, অভিনন্দনবার্তায় ঐতিহ্যগত বন্ধুত্বে চীন ও বাংলাদেশকে পরস্পরের প্রতিবেশী বলে উল্লেখ করেন শি।

চীনের প্রেসিডেন্ট বলেন, ৪৯ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হওয়ার পর দুই দেশ পরস্পরের প্রতি সম্মান দেখানোর পাশাপাশি পরস্পরের সঙ্গে সমান আচরণ করেছে এবং যৌথ সুফল বিনিময় করেছে। মৌল স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় চীন ও বাংলাদেশ সবসময় পরস্পরকে সমর্থন করেছে এবং নিজ নিজ উন্নয়ন ও পুনরুজ্জীবনের পথে হাতে হাত মিলিয়ে দুই দেশের জনগণের জন্য দৃশ্যমান সুফল বয়ে এনেছে। শি গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্মরণ করে বলেন, ওই সাক্ষাতে দুই নেতা চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছান। অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট বলেন, দুই পক্ষের মধ্যকার হওয়া গুরুত্বপূর্ণ মতৈক্যকে আরো অগ্রসর করতে চীন ও বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা করা যাচ্ছে। শির পাশাপাশি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close