নিজস্ব প্রতিবেদক

  ৩০ মার্চ, ২০২০

করোনা মোকাবিলার সামগ্রী নিয়ে শ্রমজীবীদের পাশে ছাত্রলীগ

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল রোববার সকাল থেকে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, দেশের সব দুর্যোগকালীন ছাত্রলীগ ভূমিকা পালন করেছে। করোনাভাইরাসের সংক্রমণরোধ ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ছাত্রলীগ আবার মাঠে নেমেছে। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে গরিব, শ্রমজীবী ও দরিদ্র মানুষকে রক্ষায় ছাত্রলীগ নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে। সেসব এখন মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, এর আগের দিন সারা রাত ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন। সেটা গতকাল আমরা শ্রমজীবীদের মধ্যে বিতরণ করেছি। দেশের দুর্যোগকালে ছাত্রলীগ এভাবেই গণমানুষের পাশে দাঁড়াচ্ছে। বিশ্বজুরে মহামারি আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার। এছাড়া আক্রান্ত হয়েছে পৌনে সাত লাখের কাছাকাছি মানুষ। ভয়াবহ এই করোনাভাইরাস চীন থেকে ছড়ালেও এখন এর মহামারির কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close