সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ০২ নভেম্বর, ২০১৯

সখীপুরে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য

টাঙ্গাইলের সখীপুর পৌরশহরে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছে নগরবাসী। পৌর শহরের প্রধান প্রধান সড়কে মহড়া দিচ্ছে কুকুরের দল। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিশু, পথচারীসহ সাধারণ মানুষকে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌর শহরসহ উপজেলাব্যাপী কুকুরের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও একসঙ্গে অবস্থান করছে ১৫-২০টি কুকুর। এদিকে, কুকুর নিধন অমানবিক হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে ২০১২ সাল থেকে সারা দেশে এ প্রক্রিয়া বন্ধ রয়েছে। ফলে পৌর কর্তৃপক্ষ কুকুর নিধন করতে পারছে না। সংঘবদ্ধ কুকুরের দল শহরের উত্তরামোড়, জেলখানা মোড়, উপজেলা রোড, মন্দিরপাড়া, ঢাকা রোড, গার্লস স্কুল রোড, মহিলা কলেজ রোডসহ উপজেলার কচুয়া, কালিয়, প্রতিমা বংকী, বোয়ালী, বেড়বাড়ী, নাকশালা বাজার, তক্তারচালা বাজার, দেওদিঘী বাজারে আস্তানা করে তা-ব চালাচ্ছে। কুকুরের আক্রমণে অনেক ছাত্রছাত্রী, মোটরসাইকেল আরোহী, পথচারী আহত হয়েছেন বলেও জানা গেছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন না পেয়ে রোগী নিয়ে বিপাকে পড়তে হচ্ছে স্বজনদের।

সখীপুর পৌর সচিব কামরুল হাসান বলেন, পৌর এলাকায় যে হারে কুকুরের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। মানুষ প্রতিনিয়ত আমাদের কাছে অভিযোগ নিয়ে আসছেন। কিন্তু কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমরা কিছুই করতে পারছি না।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বলেন, হাসপাতালে কুকুরে কামড়ানো রোগীর জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন বরাদ্দ নেই। রোগী এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close