নিজস্ব প্রতিবেদক

  ২২ আগস্ট, ২০১৯

তুলার ট্রাকে ফেনসিডিল গ্রেফতার ১

মৌসুমি ফল, ভুট্টা, খড় ও পাথরের পর এবার গার্মেন্টের তুলার ট্রাক থেকে ১ হাজার ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব-৩। গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলিস্তান থেকে এই ফেনসিডিল জব্দসহ সিরাজুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম জানান, গোপন সংবাদে জানা যায়, সীমান্ত এলাকা থেকে যাত্রাবাড়ী হয়ে ট্রাকে করে মাদকের চালান ঢাকায় আনা হচ্ছে। এ তথ্যে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গুলিস্তান বাসস্ট্যান্ড মসজিদের পাশে চেকপোস্ট স্থাপন করা হয়। পরে সন্দেহভাজন ট্রাকটি পৌঁছালে থামার সঙ্কেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি না থেমে পালানোর চেষ্টা করে। পালানোর সময় ট্রাকটি (যশোর ট ১১-৩৬১৭) জব্দ এবং চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি করে তুলার বস্তার আড়ালে লুকানো ১ হাজার ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দ করা ফেনসিডিলের মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, দীর্ঘদিন ধরে তিনি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে ঢাকা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close