কূটনৈতিক প্রতিবেদক

  ২০ আগস্ট, ২০১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায়

তিন দিনের সরকারি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসেছেন। গতকাল সোমবার রাতে জয়শঙ্কর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া আজ বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সূত্র জানায়, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যাবেন। জয়শঙ্করের ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে। ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। জয়শঙ্করকে ঢাকায় আসার জন্য গত মাসে দিল্লিতে তার অফিসে আমন্ত্রণপত্র পৌঁছে দেন সেখানকার বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। তিনি সেই আমন্ত্রণপত্র গ্রহণও করেন। সফর শেষে আগামীকাল জয়শঙ্কর ঢাকা ত্যাগ করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close