যশোর প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০১৯

বাস শ্রমিককে ট্রাকের নিচে ফেলে হত্যা

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় আকাশ মাতবর (৪০) নামের এক বাস শ্রমিককে মারধর করে চলন্ত ট্রাকের নিচে ছুড়ে দিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডে জড়িতরা অপর একটি ট্রাকের চালক ও হেল্পার। গতকাল শুক্রবার দুপুরে নওয়াপাড়া শহরের হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। নিহত আকাশ মাতবর শরীয়তপুর সদর (পালং) উপজেলার ডোমসার গ্রামের আবু মাতবরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুর ১টার দিকে যশোর-খুলনা মহাসড়কে নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে অভয়নগর ট্রান্সপোর্ট এজেন্সির একটি ট্রাক অবস্থান করছিল। এ সময় বেনাপোলগামী যাত্রীবাহী ফেম পরিবহন নামের একটি বাস আটকা পড়ে। বাসের সুপারভাইজার আকাশ মাতবর রাস্তায় নেমে ট্রাকটিকে সরাতে বললে ট্রাকের চালক, হেলপারসহ এজেন্সির চার থেকে পাঁচজন শ্রমিক ক্ষিপ্ত হয়ে আকাশ মাতবরকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তারা তাকে রাস্তার ওপর ছুড়ে মারলে যশোরগামী অপর একটি তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। তার এই মর্মান্তিক মৃত্যুতে ঘটনাস্থলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। যাত্রীবাহী ফেম পরিবহনের যাত্রীরা এ সময় অঝোরে কাঁদতে থাকেন।

অভয়নগর থানার এসআই জিয়াউর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকসহ এ হত্যাকান্ডে জড়িত শ্রমিকরা পালিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close