নিজস্ব প্রতিবেদক

  ১০ মার্চ, ২০১৯

আইন না মানায় দুর্ঘটনা বাড়ছে

ডিএমপি কমিশনার

আইন না মেনে যেখানে-সেখানে গাড়ি পার্কিং, ঝুঁকিপূর্ণভাবে যাত্রী ওঠানো ও চুক্তিভিত্তিক গাড়ি চালানোর কারণে সড়কে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল শনিবার রাজধানীর আজিমপুরের অফিসার্স কলোনি মিলনায়তনে ‘ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, গণপরিবহন পরিচালনার জন্য দেশে আইন আছে। কিন্তু পরিতাপের বিষয়, এই আইন কেউ মানতে চায় না। সবাই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব না। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মালিক, শ্রমিক সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, সড়ক পরিবহন ও মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close