জামালপুর প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০১৯

বাবা-মায়ের পাশে শায়িত হলেন আমানুল্লাহ কবীর

বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক আমানুল্লাহ কবীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার রেখিরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উত্তর রেখিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০টায় তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার জানাজায় অংশ নেন। ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন আমানুল্লাহ কবীর। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা ও ইংরেজি দুই ভাষার সংবাদপত্রেই তিনি কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে মাস্টার্স করা আমানুল্লাহ কবীর একসময় ছিলেন ইংরেজি দৈনিক নিউ নেশনের বার্তা কক্ষের প্রধান। পরে ১৯৯১ সালে এস এম আলীর সম্পাদনায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রথম বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন আমানুল্লাহ কবীর। ওই বছরের শেষ দিকে নির্বাহী সম্পাদক হিসেবে ইংরেজি দৈনিক টেলিগ্রাফে এবং পরে দৈনিক ইনডিপেনডেন্টের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। আমানুল্লাহ কবীরের সম্পাদনায় ২০০৪ সালে প্রকাশিত হয় বাংলা দৈনিক আমার দেশ। প্রায় পাঁচ দশকের পেশাজীবনের শেষ সময়ে, শেষ পাঁচটি বছর আমানুল্লাহ কবীর ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। গত মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমানুল্লাহ কবীরের মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close