জাবি প্রতিনিধি

  ০৬ নভেম্বর, ২০১৮

গণস্বাস্থ্যে হামলার প্রতিবাদ জাবিতে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ গণস্বাস্থ্যকেন্দ্রে ‘ভাঙচুর, লুটপাট ও গণবিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর হামলা’র প্রতিবাদ জানিয়েছে। গতকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ ও গণবিশ্ববিদ্যালয়ের যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ মুখপাত্র সহযোগী অধ্যাপক রায়হান রাইন। তিনি বলেন, ‘গত ২৬ অক্টোবর গণস্বাস্থ্যকেন্দ্রের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হামলা চালিয়ে কটন টেক্সটাইল ক্রাফট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় ধারাল অস্ত্র, লোহার রড ও লাঠি নিয়ে হামলা করে সন্ত্রাসীরা। হামলার সময় সম্মেলন কক্ষের মাল্টিমিডিয়া, সাউন্ড সিস্টেম, ফ্রিজ, সিসি ক্যামেরা, কম্পিউটার, ওষুধ, এসিসহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী ভাঙচুর ও লুটপাট করে। এ সময় আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে জানানো হলেও তারা কোনো কার্যকর ভূমিকা পালন করেনি।’ এ সময় তিনি সরকারের প্রতি ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো গণবিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, হামলাকারীদের শাস্তি, প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, হামলার ক্ষতিপূরণ, চিকিৎসার ব্যবস্থা, হামলার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা প্রদান। শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মো. শরিফ উদ্দিন, গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক সাকিনা আক্তার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close