নিজস্ব প্রতিবেদক

  ০৩ নভেম্বর, ২০১৮

বাম ঐক্য ফ্রন্টের সেমিনার অনুষ্ঠিত

‘সংবিধান সভার নির্বাচনের জন্য বিপ্লবী তত্ত্বাবধায়ক সরকার জরুরি’ শীর্ষক এক সেমিনার গতকাল শুক্রবার রাজধানীর পুরনো পল্টনে মনিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের মুনির আজাদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। বাম ঐক্যফ্রন্টের আয়োজনে অনুষ্ঠিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন গণমুক্তি ইউনিয়নের সমন্বয়ক কমরেড নাসিরুদ্দীন আহমেদ নাসু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক কমরেড সারোয়ার মোর্শেদ, গণমোর্চার জাফর আহমেদ, বিশিষ্ট আইনজীবী হাসনাত কাইয়ুম, মার্কসবাদ চর্চা কেন্দ্রের নেতা কমরেড শাহজাহান ভুলু, শ্রমিক নেতা শহীদুল ইসলাম সবুজ প্রমুখ। সভায় সঞ্চালক ছিলেন বাসদ নেতা মহিউদ্দীন চৌধুরী লিটন।

বক্তারা সেমিনারে উপস্থাপিত লেখাটির ওপর বিস্তারিত আলোচনা করেন এবং একে আরো সমৃদ্ধশালী করার ওপর গুরুত্ব দেন। তারা শ্রমিক শ্রেণির রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের জন্য সব নিপীড়িতদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close