সংসদ প্রতিবেদক

  ১২ জুলাই, ২০১৮

সংসদে ওবায়দুল কাদের

গণপরিবহনে যৌন হয়রানি হলে রুট পারমিট বাতিল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, গণপরিবহনে যৌন হয়রানির শিকার হলে সেই গাড়ির রুট পারমিট বাতিল করার মতো শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এরই মধ্যে এ সংক্রান্ত অপরাধে একটি গাড়ির রুট পারমিট বাতিল করা হয়েছে। এছাড়া গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে নারীদের জন্য আরো গাড়ি নামানো হচ্ছে বলে জানান তিনি। গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে জাসদ দলীয় সংরক্ষিত আসনের সদস্য বেগম লুৎফা তাহেরের ৭১ বিধিতে উত্থাপিত নোটিশের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অক্টোবর মাসে ভারত থেকে আরো ৫০০টি ট্রাকসহ ১ হাজার ১০০টি গাড়ি বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে। এ চালান যখন ঢাকায় আসবে তখন আমরা নারীদের জন্য আরো বাস সার্ভিসের ব্যবস্থা করব। তাছাড়া বেসরকারি বাসগুলোতে নারীদের জন্য ৯টি আসন থাকলেও বাস্তবে তারা সেগুলো পান না। এ ব্যাপারে মালিক সমিতির নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist