বগুড়া প্রতিনিধি

  ০৯ মে, ২০১৮

মুক্তিযুদ্ধের সংগঠক এ বি এম শাজাহান আর নেই

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুদ্ধকালীন বিএলএফ বগুড়ার কমান্ডার, সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির সাবেক মহাসচিব, সাবেক এমপি এ বি এম শাজাহান আর নেই। তিনি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকার উত্তরা লুবানা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম।তার প্রথম জানাজা ঢাকার ১০নং সেক্টর জামে মসজিদে মঙ্গলবার বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে দ্বিতীয় জানাজা, বাদ জোহর তালোড়া পাইলট স্কুলে তৃতীয় জানাজা এবং বিকাল ৩টায় তালোড়ার বেলঘরিয়া গ্রামে নিজ জন্মস্থানে চতুর্থ জানাজা শেষে তার লাশ দাফন সম্পন্ন হবে।

এ বি এম শাজাহানের মৃতুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহ্ এমপি, সাধারণ সম্পাদক ও বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist