reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি, ২০২৪

শীতে স্যুপ

স্যুপ এমন একটি খাবার, যা যেকোনো মুহূর্তেই খাওয়া যায়। ঋতু পরিবর্তনের ক্ষণে শীতের নানা রোগ থেকে নিরাময় দিতে পারে এক বাটি স্যুপ। কারণ এতে উপস্থিত ভিটামিন, ফাইবার ও পুষ্টি, যা রোগ নিরাময়ে ব্যাপক ভূমিকা রাখে। স্বাস্থ্যকর এমন কিছু স্যুপ নিয়ে আজকের আয়োজন। তৈরি করেছেন রন্ধনশিল্পী তানজিন তিপিয়া

মুরস্যুপ

উপকরণ : মুরগির বুকের মাংস সেদ্ধ হাতে চিড়ে নেওয়া ২ পিস, পানি ১ লিটার, অলিভ অয়েল অথবা সরিষার তেল ২ টেবিল চামচ, রসুন গ্রেট করা ৩ কোয়া, কালো গোল মরিচের গুঁড়ো ১/২ চা চামচ, লবণ আধা চা চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ পানিতে গুলে নেওয়া।

প্রস্তুত প্রণালি : তেল গরম করে রসুন সামান্য ভেজে সব উপকরণ একত্রে দিয়ে ৫ মিনিট সেদ্ধ করুন। শেষে গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নাড়তে থাকুন। ঘন হয়ে এলেই আপনার পছন্দের মুরস্যুপ তৈরি।

সস্যুপ

উপকরণ : ৩-৪ ধরনের শীতের সবজি (আলু ও বেগুন বাদে) ২ কাপ, অলিভ অয়েল অথবা সয়াবিন তেল ২ টেবিল চামচ, রসুন ৩ কোয়া হামিদিস্তায় থেঁতো করা, লবণ আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি : তেল গরম করে রসুন সামান্য ভেজে সব উপকরণ একত্রে দিয়ে ১ লিটার পানিতে সেদ্ধ করুন। ব্লেন্ডারে পিষে অথবা এভাবেই খেয়ে নিতে পারেন আপনার খুব স্বাস্থ্যকর সস্যুপ স্যুপ।

রুস্যুপ

উপকরণ : রুই মাছ ২ পিস, গাজর, বাঁধাকপি কুচি মিলিয়ে ২ কাপ, সয়াবিন তেল ৩ টেবিল চামচ, পেঁয়াজ পাতা কুচি ২টি, গ্রেট করা রসুন ৪ কোয়া ও আদা ২ টুকরা, মসুর ডাল ১ চা চামচ, লবণ আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি : তেল গরম করে রসুন সামান্য ভেজে সব উপকরণ একত্রে দিয়ে ১৫ মিনিট সেদ্ধ করুন। ব্লেন্ডারে পিষে অথবা এভাবেই খেয়ে নিতে পারেন আপনার দারুণ স্বাদের রুস্যুপ।

টমেস্যুপ

উপকরণ : ২টি টমেটো গ্রেট করা, মুরগির বুকের মাংস সেদ্ধ হাতে চিড়ে নেওয়া ১ পিস, পানি ১ লিটার, সয়াবিন তেল ২ টেবিল চামচ, রসুন গ্রেট করা ৩ কোয়া, কাঁচামরিচ কুচি শেষে ১টি, লবণ আধা চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ পানিতে গুলে নেওয়া, হলুদগুঁড়ো আধা চা চামচ, লালমরিচের গুঁড়ো ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : তেল গরম করে রসুন সামান্য ভেজে সব উপকরণ একত্রে দিয়ে ৫ মিনিট সেদ্ধ করুন। শেষে গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নাড়তে থাকুন। ঘন হয়ে এলেই আপনার খুব পছন্দের টমেস্যুপ তৈরি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close