পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ০২ মে, ২০২৪

পেকুয়ায় বজ্রপাতে ২ লবণচাষির মৃত্যু 

ছবি: প্রতিদিনের সংবাদ

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে পৃথক স্থানে দুই লবণচাষির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে পৃথক স্থানে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মগনামা ইউনিয়নের কোদাল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (২৬)। অপরদিকে রাজাখালী ইউনিয়নের ছরীপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে আরফাত (২০)।

স্থানীয় ইউনিয়ন (ইউপি) সদস্য বদি আলম জানান, ওই সময়ে হঠাৎ কালবৈশাখীর ঝড় ও বজ্রপাত শুরু হয়। দিদারুল ইসলাম লবণ মাঠের শ্রমিক হিসেবে কাজ করত। মাঠের লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যুর ঘটনা ঘটে। একইভাবে আরফাতও লবণ মাঠের লবণ রক্ষণাবেক্ষণ করতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,পেকুয়া,বজ্রপাত,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close