reporterঅনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর, ২০২৪

মজার জোকস

*

ভয়ে চোখ বন্ধ করে বাইক চালাই

দুই বন্ধু মোটরসাইকেলে যাচ্ছে। চালক বন্ধু খুব জোরে চালাচ্ছে। পেছনের সিটে বসে থাকা বন্ধু বলছে-

২য় বন্ধু : এত জোরে চালাস না ভাই, আমার ভয় লাগছে।

চালক বন্ধু : তাহলে আমার মতো চোখ বন্ধ করে রাখ।

*

চিঠি পৌঁছাতে কত দিন লাগবে?

একটা চিঠি পোস্ট করতে পোস্ট অফিসে গিয়েছে সজীব। সেখানকার কর্মকর্তা তাকে জিজ্ঞাসা করছে-

কর্মকর্তা : চিঠিটা যদি দ্রুত পৌঁছাতে চান, খরচ পড়বে ৪০ টাকা। আর যদি স্বাভাবিক নিয়মেই পাঠাতে চান, তাহলে খরচ পড়বে ৫ টাকা।

সজীব : সমস্যা নেই, আমার তেমন কোনো তাড়া নেই। প্রাপক তার জীবদ্দশায় চিঠিটা পেলেই হলো।

কর্মকর্তা : তাহলে আপনাকে ৪০ টাকাই দিতে হবে!

*

স্বামীর নারী কলিগের জন্য তেল পাঠালেন স্ত্রী

স্বামীর অফিসে যাওয়ার সময়ে স্ত্রী তার কাছে একটা ছোট প্যাকেট দিয়ে বললেন-

স্ত্রী : এটাতেই তোমার লেডি টাইপিস্টের জন্য এক শিশি চুল ওঠার ওষুুধ আছে।

স্বামী অবাক চোখে তাকালেন!

স্ত্রী : তোমার কোটে তার চুল খুব বেশি করে পাওয়া যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close