মজার জোকস
*
ছেলের পকেটে সিগারেট পেলেন বাবা
বিল্টুর বাবা বিল্টুর ঘরে এসে কিছু একটা খুঁজছিলেন। হঠাৎ বিল্টুর একটি কোট দেখে সেটির পকেটে তল্লাশি চালাতে গিয়ে পেলেন সিগারেট আর মেয়েদের ফোন নম্বর! বাবা প্রশ্ন করলেন-
বাবা : কবে থেকে এসব চলছে।
বিল্টু : বাবা এই কোটটা তোমার।
*
দুষ্টু ছেলে ও আয়ুর্বেদ ডাক্তার
এক দুষ্টু ছেলে গেল আয়ুর্বেদ ডাক্তারকে জব্দ করতে-
রোগী: আমার সমস্যা হলো ঘুমালে চোখে দেখি না। কী করা যায়?
ডাক্তার: আপনি পাকা লাল মরিচের গুঁড়া পানি দিয়ে পেস্ট বানিয়ে চোখে লাগান। তাহলে ঘুমালেও চোখে দেখতে পারবেন।
*
হাফ ছবি তোলার জন্য গর্ত করুন
এক লোক কোদাল দিয়ে গর্ত খুঁড়ছে। পাশ দিয়েই যাচ্ছিল এই গ্রামের আরেক লোক। সে জিজ্ঞেস করল-
১ম ব্যক্তি: কী রে, গর্ত খুঁড়ছিস কেন?
২য় ব্যক্তি: ছবি তুলব তো, তাই গর্ত খুঁড়ছি।
১ম ব্যক্তি: ছবি তোলার জন্য গর্ত খুঁড়ছিস, মানে?
২য় ব্যক্তি: হয়েছে কী, আমার হাফ ছবি তুলতে হবে। আর জানিস তো, হাফ ছবি বুক পর্যন্ত হয়। তাই গর্তে নেমে ছবি তুলব। যাতে শুধু বুক পর্যন্ত ওঠে।
১ম ব্যক্তি: তা কয় কপি ছবি তুলবি?
২য় ব্যক্তি: তিন কপি।
১ম ব্যক্তি: আরে বোকার বোকা! তিন কপি ছবি তুললে একটা গর্ত খুঁড়ছিস কেন। আরো দুইটা খোঁড়।
*
বসের বাবা গাধা
বস সেদিন মেজাজ খুবই খারাপ। অফিসে ঢুকেই দেখলেন পিয়ন হাতে কিছু কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে-
বস: এই, কাজের কাজ তো কিছু করিস না। হাতে কী?
পিয়ন: স্যার চিঠি।
বস: কোন ছাগলের চিঠি?
পিয়ন: স্যার আপনার।
বস: কোন গাধা লিখেছে?
পিয়ন: স্যার আপনার বাবা!
"