reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ডিসেম্বর, ২০২৪

শহরালির কড়চা

একই লিফটে উঠি আমরা

এক দালানেই থাকি,

কী কাজ করেন, কোথায় বাড়ি?

পরিচয়টা বাকি।

গ্যারেজ জুড়ে ডেকচি পাতিল

ছাদে সামিয়ানা,

ছেলের নাকি মেয়ের বিয়ে?

হয়নি কিছুই জানা।

গেটের সামনে লোক সমাগম

অ্যাম্বুলেন্স ঠিক খাড়া,

জানি নাতো কখন, ক্যামনে

কে গিয়েছে মারা!

নিজ ফ্ল্যাটের বাইরে কারো

হয় না খবর রাখা,

প্রতিবেশীর হক আদায়ে

ভিতর বাহির ফাঁকা।

* সুলতান মাহমুদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close