মজার জোকস
*
চোরের সাক্ষী
উকিল বলছেন চোরকে, ‘তুমি বলছো, তুমি নিরপরাধ, অথচ পাঁচজন সাক্ষী বলছে, তারা তোমাকে দোকান থেকে ঘড়িটা চুরি করতে দেখেছে।’
চোর : হুজুর, আমি এমন ৫০০ জনকে হাজির করতে পারব, যারা আমাকে চুরি করতে দেখেনি!
*
বসের বাবা গাধা
বসের সেদিন মেজাজ খুবই খারাপ। অফিসে ঢুকেই দেখলেন পিয়ন হাতে কিছু কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে-
বস : এই, কাজের কাজ তো কিছু করিস না। হাতে কী?
পিয়ন : স্যার চিঠি।
বস : কোন ছাগলের চিঠি?
পিয়ন : স্যার আপনার।
বস : কোন গাধা লিখেছে?
পিয়ন : স্যার আপনার বাবা!
*
হাফ ছবি তোলার জন্য গর্ত করুন
এক লোক কোদাল দিয়ে গর্ত খুঁড়ছে। পাশ দিয়েই যাচ্ছিল এই গ্রামের আরেক লোক। সে জিজ্ঞেস করল-
১ম ব্যক্তি : কী রে, গর্ত খুঁড়ছিস কেন?
২য় ব্যক্তি : ছবি তুলব তো, তাই গর্ত খুঁড়ছি।
১ম ব্যক্তি : ছবি তোলার জন্য গর্ত খুঁড়ছিস, মানে?
২য় ব্যক্তি : হয়েছে কী, আমার হাফ ছবি তুলতে হবে। আর জানিস তো, হাফ ছবি বুক পর্যন্ত হয়। তাই গর্তে নেমে ছবি তুলব। যাতে শুধু বুক পর্যন্ত ওঠে।
১ম ব্যক্তি : তা কয় কপি ছবি তুলবি?
২য় ব্যক্তি : তিন কপি।
১ম ব্যক্তি : আরে বোকার বোকা! তিন কপি ছবি তুললে একটা গর্ত খুঁড়ছিস কেন। আরো দুইটা খোঁড়।
"