reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০২৪

শহরালির কড়চা

বাড়ি দখল

হাঁড়ি দখল

দখল নদী

ঝিল-বিল;

চারদিকেতে দখলদারে

করছে শুধু

কিলবিল।

ঘাট দখল

হাট দখল

দখল সড়ক

ফুটপাত;

চারদিকেতে দখলদারে

করছে শুধু

উৎপাত।

গাছ দখল

মাছ দখল

দখল ভূমি

বারবার

চারদিকেতে দখলদারে

চালাচ্ছে কি

কারবার।

তত্ত্ব দখল

তথ্য দখল

দখল স্বত্ব

ওংকার;

চারদিকেতে দখলদারে

দিচ্ছে রণ

হুংকার।

* মনসুর হেলাল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close