
১৯ মার্চ, ২০২৩
মজার জোকস

*
স্ত্রী : আচ্ছা বলোতো? এই যে সমুদ্রে ঝড়গুলো ওঠে এসবের নাম নারীদের নামে কেন হয়?
স্বামী : যেমন!
স্ত্রী: এই যে, নার্গিস, ক্যাটরিনা এখন আবার শুনছি তিতলি।
স্বামী : ওহ! সোজা কথা, সংসারে নারীরা ঝড় তোলে, তাই সমুদ্রের ঝড় কি পুরুষরা তুলবে?
*
রাতে খাওয়া-দাওয়ার পর টিভি দেখতে গিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া বেধে গেল-
স্ত্রী : তুমি একটা মূর্খ।
স্বামী : কেন?
স্ত্রী : তুমি সত্যি এমএ পাস?
স্বামী : হ্যাঁ।
স্ত্রী : তাহলে ‘পত্নী’ শব্দের অর্থ জানো না কেন?
স্বামী : জানি না কে বলল?
স্ত্রী : জানলে বলো।
স্বামী : যে নিজের পতির পতনের কারণ হয়ে দাঁড়ায় তাকেই তো পত্নী বলে।
*
শিক্ষক : বিড়াল ইংরেজি কী?
ছাত্র : ক্যাট।
শিক্ষক : বিড়াল কীভাবে ডাকে?
ছাত্র: মিঁয়াও মিঁয়াও।
শিক্ষ ক: ইঁদুর ইংরেজি কী?
ছাত্র: মাউস।
শিক্ষক : ইঁদুর কীভাবে ডাকে?
ছাত্র : ক্লিক ক্লিক!
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন