reporterঅনলাইন ডেস্ক
  ১৪ আগস্ট, ২০২২

শহরালির কড়চা

এ শহরে মানুষের কত অসুবিধে

কারো পেটে ভাত নাই, কারো নাই খিদে

কেউ কেউ হাঁটে শুধু খিদেটা বাড়াতে

কারো হাঁটা শুধুই পেটের ধান্দাতে।

কারো ইনসমনিয়া- চোখে ঘুম নাই

ঘুমটা হরণ করে টিভি ওয়াই-ফাই;

কেউ কেউ মুহূর্তে ঘুমে পড়ে ঢলে

সামান্য অবসর, জায়গাটা পেলে।

বিলাসবহুল ঘরে কারো কারো ঠাঁই

কারো মাথা গুঁজবার আশ্রয়ও নাই।

ইট-পাথরের এই আজব শহরে

বলা ভার কে যে সুখে আর কে কহরে।

* শেখ সালাহ্উদ্দীন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close