নোবিপ্রবি প্রতিনিধি

  ২৪ নভেম্বর, ২০১৭

সিলভিকে স্মরণ

নোবিপ্রবিতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফৌজিয়া মোসলেম সিলভির স্মরণে গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় গেটে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার উদ্যোগে ও নোবিপ্রবির সহযোগীতায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অথিতি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। মানববন্ধনে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, স¤পাদক মো. নাসির উদ্দিন, ড. মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ড. মোহাম্মদ সেলিম হোসেন, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, নিসচার জেলা সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, স¤পাদক অধ্যাপক নিজাম উদ্দিন এবং নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৮ম ব্যাচের ছাত্রী ফৌজিয়া মোসলেম সিলভি (২১) গত ১৯ নভেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান। সিলভি মাইজদি কোর্টস্থ সদর উপজেলার পশ্চিম শাহপুরের বাসিন্দা ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist