বাগেরহাট প্রতিনিধি

  ১৬ আগস্ট, ২০১৭

সুন্দরবনে বন্দুকযুদ্ধ

ট্রলারসহ চার জিম্মি উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের হরিণটানা খালে কোস্টগার্ড ও বনদস্যু বড় মিয়া বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত কয়েক দফা ধরে চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দস্যুরা পিছু হটে বনের গহীনে পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত ট্রলার, ৯ রাউন্ড তাজা গুলি ও ৪ জিম্মি জেলেকে উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোন’র (মোংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার এম ফরিদ্জ্জুামান খান জানান, কয়েকদিন ধরে বনদস্যু বড় মিয়া বাহিনী মুক্তিপণের দাবিতে জেলে অপরহণের পর পূর্ব সুন্দরবনের হরিণটানা খালে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে কোস্টগার্ডের ৫টি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। রাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে কয়েক দফার বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। তবে এ সময় কোন দস্যু গুলিবিদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেনি কোস্টগার্ড। দস্যুরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ১টি ট্রলার ও অপহৃত ৪ জেলেকে উদ্ধার করে অভিযানকারীরা। দস্যু দমনে ওই এলাকায় কোস্টগার্ডের বিশেষ ৫টি টিমের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তা ফরিদুজ্জামান। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist